ফেঞ্চুগঞ্জে আব্দুল জলিল জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

ফেঞ্চুগঞ্জে আব্দুল জলিল জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার মাদ্রাসার উন্নয়নে বদ্ধপরিকর। ইসলামী শিক্ষার পুর্নগঠনে নানা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন দেশ-মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তিনি যখন যুদ্ধ-বিধস্ত সদ্য স্বাধীন দেশটি পুর্নগঠনে নিয়োজিত তখন স্বাধীনতার পরাজিত শত্রুরা স্বপরিবারে তাঁকে হত্যা করে। স্বাধীনতার পরই তিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিলেন। বাংলাদেশকে ওআইসির সদস্য করেছিলেন।

.
রোববার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজারে মোহাম্মদ আব্দুল জলিল জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম।

.
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সুনামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার এনাম উল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ প্রমুখ। সভার পূর্বে ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উন্মোচন করেন সাংসদ সামাদ চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর