ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন : আকস্মিক পাহাড়ি ঢল আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে সিলেটের গোয়াইনঘাটের প্রকৃতিকন্যা জাফলং জিরোপয়েন্টের চর এলাকায় গড়ে ওঠা প্রায় শতাধিক টং দোকান (কসমেটিক সামগ্রী) ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার ভোরে আকস্মিক পাহাড়ি ঢলে ওই ব্যবসা- প্রতিষ্ঠানগুলোতে থাকা পণ্যসামগ্রী ভেসে যায়। এতে তারা ক্ষতির মুখে পড়েছেন।
.
স্থানীয় সাংবাদিক মিনহাজ মির্জা জানান, জাফলং জিরো পয়েন্টে পর্যটন কেন্দ্রে পিয়াইন নদীর তীরে প্রায় শতাধিক অস্থায়ী দোকানপাট গড়ে উঠে। এসব দোকানে মনিপুরী কাপড় থেকে শুরু করে দেশি-বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি হতো। পাশাপাশি পর্যটকদের খাওয়ার জন্য খোলা হয় কয়েকটি রেস্টুরেন্টও। তিনি বলেন, শুক্রবার দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। তাতেও ব্যবসা চালিয়েছেন তারা। এরপর রাতেও বৃষ্টিপাত হয়। কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির ফলে ভেসে যায় ব্যবসা-প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী। পিয়াইনের পানি বৃদ্ধি পেয়ে পাহাড়ি ঢলে দোকানগুলোর মালামাল ভেসে গেছে। এতে করে এসব ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়েছেন।
.
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, পাহাড়ি ঢলের কারণে প্রকৃতিকন্যা জাফলংয়ে পানি বৃদ্ধি পেয়েছে। ওই এলাকার নদীর চরে গড়ে ওঠা ২০/২৫টি টং দোকান (অস্থায়ী) ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেন, অব্যাহত পাহাড়ি ঢল আর বৃষ্টির কারণে পিয়াইন নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি বিপদসীমার ওপরে যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, শনিবার সারাদিন হালকা বৃষ্টি ছিল। শনিবারের পরে আর বৃষ্টি থাকবে না। রোববার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। তবে সিলেটের জকিগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech