ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান সড়ক। যেটি এতদিন প্রধান সড়ক বা উপজেলা সড়ক কেউ কেউ আবার পশ্চিম বাজার সড়ক বলে ডাকতেন। আদতে এই সড়কটির নির্দিষ্ট কোন নাম ছিল না। একেক সময় একেক নামে পরিচিত হওয়ায় ছিল কিছু তথ্য বিড়ম্বনাও।
.
সোমবার এ নাম বিড়ম্বনার অবসান করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। এই সড়কের ঢালাই কাজের উদ্বোধন করে তিনি সড়কটিকে ‘সার্কুলার রোড’ নামকরণ করেন।
ফেঞ্চুগঞ্জের মানচিত্র বিশ্লেষণ করে যুক্তিসঙ্গত নামকরণের কারন হিসাবে দেখা যায়, সড়কটি ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট থেকে মাইজগাও-পালবাড়ি হয়ে আবার আঞ্চলিক মহাসড়ক ধরে ঘুরে ফেরীঘাটে আসা সার্কেল (বৃত্ত) দৃশ্যই। উপযুক্ত নামকরণের জন্য সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীকে ধন্যবাদ জানান উপস্থিত জনসাধারণ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech