ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নৈপুন্য এবং সর্বোচ্চ গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযানে অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার ৬ বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
রোববার সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান শ্রেষ্ঠ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন ওসি হারুনুর রশীদ চৌধুরীর হাতে।
এছাড়া সম্প্রতি-আরো ৫ বার সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ও একবার নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড লাভ করেন তিনি।
এদিকে-৬ বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে জগন্নাথপুর উপজেলা প্রেসকাবে কর্মরত সাংবাদিকদের পক্ষে প্রেসকাব সভাপতি ডা. নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সফলতা কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech