ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ডেস্ক প্রতিবেদন : সাহিত্য মানুষকে অমরত্বের দিকে ধাবিত করে। প্রজন্মের পর প্রজন্মের কাছে সাহিত্যিক আবির্ভূত হন নিজস্ব মহিমা ও শিল্পগুণে। কবি নার্গিস জাহান “এক টুকরো আকাশ” কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যের ইতিহাসে নিজের নাম’কে লেখালেন অমরত্বের উষ্ণতায়।
এক টুকরো আকাশ’র কবি নার্গিস জাহানকে নিয়ে সাইক্লোনের সাহিত্য আড্ডায় বক্তারা একথা বলেন। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে হলভর্তি সাহিত্যপ্রেমীদের নিয়ে সাইক্লোনের ১৬৫তম সাহিত্য আসর সম্পন্ন হয়।কলামিস্ট সালেহ আহমদ খসরু সভাপতিত্বে ও সাইক্লোনের সভাপতি ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি অধ্যক্ষ কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মুকুল চৌধুরী, কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ, গল্পকার সেলিম আউয়াল ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ব্যাংকার নাজিম উদ্দিন আহমদ খান.।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যাপক এম.এ হান্নান, কবি বাছিত ইবনে হাবীব, প্রাবন্ধিক আব্দুল হক, ব্যাংকার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, মোশারফ হোসেন সুজাত, সাইক্লোনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, ডিজিএম মো. একরাম হোসেন, মো. আমিনুল ইসলাম, নাঈমা চৌধুরী,নুরজাহান বেগম, রোমানা আহমদ,জেসমিন চৌধুরী, পারভিন চৌধুরী, তাসলিমা খানম বিথী, সালেহা আক্তার নুসরাত আহমদ নিশি, তাসমিয়া আহমদ লিলি, আরমান আহমদ আফ্রিদি প্রমূখ ।
প্রধান অতিথির বক্তব্যে কালাম আজাদ বলেন, নার্গিস জাহান বিশ্বাসী ধারার কবি। তার কাব্যগ্রন্থের নামটি মহাকাব্যিক।
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আড্ডার মধ্যমণি কবি নার্গিস জাহান বলেন, আকাশ বিশাল, আমাদের দৃষ্টির সীমাবদ্ধতা আছে। আমার সীমাবদ্ধ দৃষ্টি নিয়ে এক টুকরো আকাশ। আশা করি পাঠক উপকৃত হবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech