বালাগঞ্জে গ্লোবাল এইড ট্রাষ্ট্র ইউকে’র কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

বালাগঞ্জে গ্লোবাল এইড ট্রাষ্ট্র ইউকে’র কম্বল বিতরণ

ডেস্ক প্রতিবেদন : অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত¦। প্রবাসীরা সবসময় দেশের অসহায় মানুষের প্রতি আন্তরিক। আজকের এই শীতবস্ত্র বিতরণ অসহায়দের মুখে যে কিঞ্চিত হাসি ফুটিয়েছে, এখানেই প্রবাসীদের সার্থকতা। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে শীতব¯ত্র বিতরণকালে বক্তারা একথা বলেন।
গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে গত শনিবার বালাগঞ্জ উপজেলার খুজগীপুর মোল্লাবাড়ি মেডিকেল সেন্টারের সামনে পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৬টি গ্রামের দু:স্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্রামগুলো হচ্ছে খুজগীপুর, আখাছিকন, সারসপুর, তেগরী, হরিসাম, ফুলতইল। শীতবস্ত্র বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফেজ আব্দুর রহমান নোমান, সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার, সিফডিয়া গ্রাম উন্নয়ন সমন্বয়কারী আব্দুস সহিদ, সমাজকর্মী নাজিম উদ্দিন, মো. আব্দুল হামিদ, শেখ আহনাফ নাফি প্রমূখ।
গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৬টি গ্রামের দু:স্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সলসহ অতিথিবৃন্দ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর