ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
ডেস্ক প্রতিবেদন : দেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত ত্রয়োদশ কেমুসাস বইমেলা আগামী কাল ১৬ ফেব্রুয়ারি রোববার থেকে নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে শুরু হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিকেল ৩টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিবেদিত ১৪দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন।
ত্রয়োদশ কেমুসাস বইমেলা সফলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃপক্ষ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। গতকাল শুক্রবার রাতে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ত্রয়োদশ বইমেলা আয়োজক কমিটির আহবায়ক ও সাহিত্য সংসদের সহসভাপতি লে. কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.) এ আহবান জানান। সংসদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অবহিত করা হয় বইমেলা উপলক্ষে শিশুকিশোরদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে রয়েছেÑচিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, ক্বিরাত প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা, হাতের লেখা প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছেÑগ্রন্থের মোড়ক উন্মোচন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক প্রফেসর মো. আবদুল আজিজ ও ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানকে সংবর্ধনা প্রদান, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতাপাঠের আসর।
বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাজমুল হক নাজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংসদেও সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, কেমুসাস’র সহসভাপতি সেলিম আউয়াল, লাইব্রেরি সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস, কার্যকরী পরিষদ সদস্য জাহেদুর রহমান চৌধুরী, সাহেদ হোসাইন প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech