ফেঞ্চুগঞ্জে ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় আটক-২

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

ফেঞ্চুগঞ্জে ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় আটক-২

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বাদেদেউলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার বাদেদেউলী গ্রামের আক্কল আলী(৪৩) ও আশরাফুজ্জামান শফিক(৩৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সাটারের তালা ভেঙে কম্পিউটারের মনিটর, একটি সিপিউ, একটি কিবোর্ড, একটি প্রিন্টার চুরি ঘটনা ঘটে। ১০ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের সচিব ইলিয়াস আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত করে ওই দুই আসামিকে আটক করেছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, আটককৃত দুজনের বিরুদ্ধে থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আজ (সোমবার) তাদের আদালতে প্রেরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর