ফেঞ্চুগঞ্জে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

ফেঞ্চুগঞ্জে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: অনগ্রসর গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে নারী ও শিশু নির্যাতন, যৌতুক, তালাক, বহুবিবাহ, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিল্লু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত কর।

বক্তারা বলেন, নারীকে পুরুষের চেয়েও সক্ষম হিসেবে গড়ে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। দেশে নারী অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমানে সকল ক্ষেত্রে নারীরা সমান সুযোগ পাচ্ছে। নারী ক্ষমতায়নে উন্নত দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর