তারবিহীন ঝুলন্ত বৈদ্যুতিক খুঁটি – ঝুঁকিতে পথচারী

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

তারবিহীন ঝুলন্ত বৈদ্যুতিক খুঁটি – ঝুঁকিতে পথচারী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: ফেঞ্চুগঞ্জ উপজেলার ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সামনের রাস্থায় থাকা ডিজিটাল বিদ্যুৎ খুটির তার সরিয়ে কাঠের খুটিতে স্থানান্তর করেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি কাঠের খুটিতে ১১০০ ইউনিটের তার রয়েছে। যা প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যেখানে ৬ থেকে ৭ টি পুরাতন ডিজিটাল খুটি অপসারণ না করে তা ঝুকিপূর্ণ রেখে বিদ্যুৎ সংযোগ দিয়েছে কতৃপক্ষ।
এব্যপারে স্থানীয় লোকজন জানান- খুঁটিগুলো যেকোনো সময় ধসে পড়ার সম্ভাবনা আছে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে আআশেপাশের গাছপালা, আর নিচে কোন মানুষ বা গাড়ি থাকলে তা তো অবশ্যই মৃর্ত্যুর ফাদ। এলাকাবাসীর দাবী দ্রুত অব্যবহৃত খুটিগুলো সরিয়ে ঝুঁকিমুক্ত রাস্তা করা প্রয়োজন। বিষয়টি নিয়ে কতৃপক্ষের সাথে আলাপ করলে জানা যায় খুটিগুলো তুলে নেওয়া হবে তবে সময়ের প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর