ফেঞ্চুগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

ফেঞ্চুগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটকর পুর্বপাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লায়েছ আহমেদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার এসআই আক্তার জামানের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেন। তিনি জানান, লায়েছ আহমেদ একজন পেশাদার মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে আমার এই অভিযান চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর