ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক
শপথগ্রহণ করেছেন কানাইঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র লুৎফুর রহমান ও ৯টি ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ গ্রহণ করেন তারা। সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া, স্থানীয় সরকার সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফজলুল কবির, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তাক আহমদ পলাশ, সাংবাদিক এম. এ. হান্নান সহ কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ।
নব-নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে শপথগ্রহণ করেন ১নং ওয়ার্ডে কাওছার আহমদ, ২নং ওয়ার্ডের মো. মোয়াজ্জম হোসেইন, ৩নং ওয়ার্ডের মো. বিলাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন, ৫ নং ওয়ার্ডের আবিদুর রহমান, ৬নং ওয়ার্ডের মো. ফখরুদ্দীন, ৭নং ওয়ার্ডের মো. জমির উদ্দিন, ৮নং ওয়ার্ডের মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ডের শাহাব উদ্দিন চৌধুরী।
১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রহিমা বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. আছিয়া বেগম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছমা বেগম।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচন হলে মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech