ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১
এমরান আহমদ, ফেঞ্চুগঞ্জ
দলমত নির্বিশেষে হাজার, হাজার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সমাহিত হলেন দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সিলেট-৩ আসনে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়।
এরআগে দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর লাশ বহনকারী একটি হেলিপ্যাডে করে তাঁর মরদেহ ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাঠে নিয়ে আসা হয়। এরপর একটি লাশবাহী এম্বুল্যান্সে করে তার মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেয়া হয়। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা। সেখানে শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
জানাজায় উপস্থিত ছিলেন- সিলেট ডিআইজি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সার্কেল এসপি, জকিগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কুলাউরার উপজেলা চেয়ারম্যানগন, সিলেট জেলা, মহানগর, মোগলাবাজার, দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জ ইউএনও, এসিল্যান্ড, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বালাগঞ্জের ইউপি চেয়ারম্যান গন, ফেঞ্চুগঞ্জের সব দলের রাজনৈতিক নেতাকর্মী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতি আরো অনেকে।
প্রিয় ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জে ঢল নামে গণমানুষের। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ ভিড় করেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। শুক্রবার সকাল ১১টা থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে বাড়িটি। অপেক্ষা করতে থাকেন প্রিয় নেতার। পরে বিকেল সোয়া ৫টায় শেষ শ্রদ্ধার মাধ্যমে প্রিয় এমপিকে বিদায় জানান তারা।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।
মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সচিব জুলহাস আহমদ জানান, গত ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে টিকা নিয়েছিলেন এই সংসদ সদস্য। সে সময় তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এরপর ৭ মার্চ হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে জানান জুলহাস।
২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। পরের দুই নির্বাচনেও এ আসন থেকে নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মাহমুদ উস সামাদ চৌধুরীর বাড়ি ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামে। তার বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech