ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২১
কানাইঘাট সংবাদদাতা
সিলেটের সীমান্ত এলাকা কানাইঘাট থানাধীন লাখাইর গ্রামে অভিযান চালিয়ে ৮৪ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশে সীমান্ত এলাকায় ধারাবাহিক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কানাইঘাট থানাধীন সীমান্ত এলাকা লাখাইর গ্রামে একটি বাড়িতে অভিযান চালাযনো হয়।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজনের সামনে বাড়ি তল্লাশি করে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা আমদানি নিষিদ্ধ ৪টি কার্টনে ৮৪ হাজার শলাকা নাসির বিড়ি জব্দ করে পুলিশ।
উদ্ধারকৃত নাসির বিড়ির আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষাধিক টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই আবুল হোসেন বাদী হয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে ডিবি বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech