ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১
কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামে বজ্রপাতে জিয়াউল হক(৪১) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুর গ্রামের দক্ষিণের হাওরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রায়পুর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র জিয়াউল হক (৪১) রোববার সকাল সাড়ে ৬টার দিকে রায়পুর গ্রামের দক্ষিণে হাওরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টিসহ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন। হাওরে কৃষি কাজে থাকা কৃষকরা তার লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। পরে স্বজনরা হাওর থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন জানিয়েছেন, জিয়াউল হকের শরীরের বিভিন্ন স্থানে বর্জপাতের দগ্ধ জখমের চিহ্ন রয়েছে। কানাইঘাট থানায় অপমৃত্যু মামলা দায়ের করার পর জিয়াউল হকের লাশ দাফন করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech