ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি মাজারের পাশের বটগাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের গরম শাহ’র মাজার এলাকায় বটগাছের ডালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই বিজয় প্রসাদের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে অজ্ঞাত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমের শনাক্ত করা হয় নিহত ব্যক্তি সিলেটের বালাগঞ্জ উপজেলার দক্ষিণ রাইকধারা গ্রামের মদরিছ মিয়ার ছেলে বাবুল মিয়া।
কমলগঞ্জ থানার এসআই বিজয় প্রসাদ জানান, প্রাথমিক অবস্থায় মনে দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech