ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
মীম সালমান
কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের সর্ববৃহৎ সামাজিক সংগঠন কাড়াবাল্লাহ বড়চাতল প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে গরীব ও অসহায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ৪র্থ বারের মতো শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় স্থানীয় সুরমা বাজার সংলগ্ন মাঠে বাস্তবায়ণ পরিষদের সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ফারুক আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন ইছামতী ডিগ্রি কলেজের অদক্ষ্য জনাব জালাল উদ্দীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপাল সুত্রধর, মৌলভী সাইর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাব্বির আহমদ, মমতাজগঞ্জ সুরতুন্নেসা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, পরিষদের উপদেষ্টা মইন উদ্দিন খান,
আব্দুশ শুক্কুর, মাসুম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ূম, আহমেদ আল আজির, প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীর মাঝে পরিষদ কর্তৃকপ্রাপ্ত স্কুল ব্যাগ, খাতা,কলম, স্কেলসহ অন্যান্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech