নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

গত ২১ আগষ্ট বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক সারদা স্মৃতি ভবন (সারদা হল) উদ্ধোধনের পূর্ব মুহুর্তে ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর তিনদিনব্যাপী নাট্য প্রদর্শনীর মহড়া চলাকালীন অবস্থায় নাট্য ও সংস্কৃতিকর্মীদের উপর ন্যক্কারজনক হামলা ও শিশু ও নারী শিল্পীদের লাঞ্ছনার প্রতিবাদে, হামলাকারী চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের দাবিতে ও সংস্কৃতি বিরোধী সকল অপতৎপরতা বন্ধ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আহবানে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও নাট্য ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে সারদাহলে হামলাকারীদের গ্রেফতারে ও দ্রুত বিচার আইনে মামলা পরিচালনার দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক সিলেটের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট জনাব ইমরুল হাসান।

স্মারকলিপিতে সংহতি জানিয়ে স্বাক্ষর করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ,বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ,, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্হা,নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ, আবৃত্তি শিল্পী সংসদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী,চারুশিল্পী সমন্বয় স্পর্শ সিলেট এর নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে অংশনেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায়বর্মণ রানা, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক বিপ্রদাস ভট্টাচার্য, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর পরিচালক অনুপ কুমার দেব, প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু, প্রাক্তন সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম পুরকায়স্থ যাদন, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যজন নীলাঞ্জন দাশ টুকু, গণসংগীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন,সাংস্কৃতিক সংগঠক বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন, রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, নাট্য সংগঠক বেলাল আহমদ, হুমায়ুন কবির জুয়েল, নাজমা পারভীন,এখলাছ আহমদ তন্ময়,অচিন্ত কুমার দে,,গণসংগীত শিল্পী খোকন ফকির, আশরাফুল ইসলাম অনি,ছড়াশিল্পী সিরাজ উদ্দিন শিরুল,ধ্রুব জ্যোতি দে, আবৃত্তিশিল্পী বিমল কর, বাউলিল্পী কালা মিয়া,লাল মিয়া, জমির আলী, বাউল বশির উদ্দিন সরকার, বাউল সয়াল শাহ,শিতন বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।

বক্তারা রাজনৈতিক ছত্রছায়ায় চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়ে বলেন আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ অব্যাহত থাকবে, বক্তারা সিলেট সিটি কর্পোরেশনের প্রতি অবিলম্বে সারদা স্মৃতিভবন উদ্বোধনের মাধ্যমে খুলে দেওয়ার জোর দাবি জানান। তাঁরা সংস্কৃতি বিরোধী সকল অপতৎপরতা বন্ধে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর