কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

কানাইঘাটে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ তানজিলুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উজান বারাপৈত পূর্ব গ্রামের প্রবাসী আব্দুর রশিদের বাড়ি থেকে মজুদকৃত অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাতে কানাইঘাট থানা পুলিশের একটি দল লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উজান বারাপৈত পূর্ব গ্রামের প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ আরো ১৫টি চিনির খালি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় অবৈধভাবে চিনি এনে মজুদ এবং বিক্রির অপরাধে আব্দুর রশিদের পুত্র তানজিলুর রহমান (২০)-কে গ্রেফতার করা হয়। একইসাথে ভারতীয় চিনির মালিক একই গ্রামের আজিজুর রহমানের পুত্র ইবজালুর রহমান (৪০), কেউটি হাওর কেরকেরি গ্রামের আব্বাসুর রহমানের পুত্র গিয়াস উদ্দিন (২৪), ভালুকমারা গ্রামের মৃত শরাফত আলীর পুত্র হারিছ আহমদ (৩৫) এর বিরুদ্ধে এএসআই জামীর হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-২৭, তাং-২৭-০৯-২৩।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পীযূষ চন্দ্র সিংহ জানান, মামলার পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার আসামীরা সবাই চোরাকারবারী ও চিনি ব্যবসায়ী বলে আমরা জানতে পেরেছি।

ভারতীয় চিনি আটক অভিযানের নেতৃত্বদানকারী থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান জানান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশে পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করায় কানাইঘাটে চোরাচালান অনেকটা কমিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর