ওসমানী মেডিকেলে ইএনটি বিভাগের প্রধান হলেন ডা: নূরুল হুদা নাঈম

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

ওসমানী মেডিকেলে ইএনটি বিভাগের প্রধান হলেন ডা: নূরুল হুদা নাঈম

নিজস্ব প্রতিবেদক
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অটোল্যারিংগোলজি অ্যান্ড হেডনেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সদ্য নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ইএনটি চিকিৎসক, সহযোগী অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম।

এর আগে তিনি হাসপাতালের কক্লিয়ার ইমপ্ল্যন্ট কার্যক্রমের কর্মসূচি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত এক বছরে ৪৫ জন জন্মবধির শিশুর কানে সফলভাবে কক্লিয়ার ইমপ্ল্যন্ট প্রতিস্থাপন করা হয়েছে।

সিলেটের ভাদেশ্বর খমিয়া পাতনের মাস্টার মরহুম আব্দুল লতিফ ও শিক্ষিকা মরহুমা বেগম নূরজাহান দম্পতির সন্তান ডা. নাঈম।

ইতিমধ্যে তার নামের সাথে মা-বাবার নাম সংযুক্ত করে গড়ে তোলা এনজেএল (নাঈম-জাহান-লতিফী) ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়াও এনজেএল ইএনটি সেন্টারে প্রতি বছর ‘আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি’ এ স্লোগানকে সামনে রেখে ৩০ ডিসেম্বর ‘এনজেএল টিম্পেনোপ্লাস্টি ডে’ পালনের মাধ্যমে ১০জন অসহায় গরিব রোগীর কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন টিম্পেনোপ্লাস্টি করা হয়। ডা. নাঈম সুষ্ঠুভাবে নতুন অর্পিত দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর