ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৪
যুক্তরাজ্যে জকিগঞ্জের মানুষের প্রাণের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে ৫১ বিশিষ্ট কমিটি নির্বাচন করেন।
২ জন (রবিবার) পূর্ব লন্ডনের ফর্ড স্কয়ার মসজিদের সেমিনার হলে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট পদে বারহাল ইউনিয়নের পরচকের শাহাদাত হোসাইন চৌধুরী ফেরদৌস ,জেনারেল সেক্রেটারি হিসেবে পুনরায় বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের আবুল হোসেন ও ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন শাহবাগের মাওলানা কাজী ইমদাদুল হক।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লন্ডনের জনপ্রিয় মুফতি জনাব আব্দুল মুন্তাকিম ও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হেলাল খান এবং ব্যারিস্টার জনাব নুরুল গফফার।
এসময় আনন্দমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে যার যার ভোট প্রদান করেন। উপস্থিত সবাই নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করবে বলে মত প্রকাশ করে অভিনন্দন জানান।
উলেখ্য, নির্বাচনে ৯০ ভাগ ভোট কাস্টিং হয়েছে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech