বৃটেনে ছাতক এডুকেশন ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৪

বৃটেনে ছাতক এডুকেশন ট্রাস্টের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

 

১১ই জুন রবিবার, স্থানীয় রিজেন্ট লেইক বেঁনকুইটিং হলে সন্ধ্যা ৬ ঘটিকা থেকে অত্যন্ত জমকালো আয়োজনে অনুষ্টিত হয়ে গেলো ছাতক এডুকেশন বহুল আলোচিত অভিষেক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি ভিআইপি অথিতিদের পদচারণায় ছিলো মুখরিত। আর স্থানীয় সহ ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাতকিদের চুখ জুড়ানো উপস্তিতি ছিল এককথায় অসাধারণ ♥ সভাপতিত্ব করেন ছাতক এডুকেশন ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব আখতার হোসেন। পবিত্র কোরান তেলাওয়াত করেন জাকির মাহমুদ।
যৌথ সঞ্চালনায় ছিলেন ,সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এমদাদ তালুকদার এবং কোষাধ্যক্ষ জনাব রশীদ আহমেদ।
ট্রাস্টের বর্তমান প্রেসিডেন্ট জনাব আখতার হুসেনের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সভাপতি নবনির্বাচিত সকল কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
ভিআইপিদের মধ্যে উপস্থিতি ছিলেন রুশনারা আলী এমপি, টাওয়ার হেমলেটসের নবনির্বাচিত স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও পলিটিশিয়ান,
ইমাম আজমল মাশরুর, সাবেক কাউন্সিলর
রুবিনা খান, বাংলাদেশ কেইটারিং এসোসিশনের প্রেসিডেন্ট,ওলি খান এমবিই, বিসিএ সাধারণ সম্পাদক জনাব মিঠু চৌধুরী, বিসিএ সাবেক প্রেসিডেন্ট জনাব পাশা খন্দকার, বিসিএ সাবেক প্রসিডেন্ট, জনাব আব্দুল মুনিম ওবিই,সাবেক কাউন্সিলের জনাব হেলাল আব্বাস, কাউন্সিলার জনাব সিরাজুল ইসলাম, কাউন্সিলার জনাব আব্দাল উল্লাহ, কাউন্সিলার ফারুক আহমেদ, কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলার লুতফা বেগম, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা বেগম, কাউন্সিলার রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলার নজরুল ইসলাম বার্মিংহাম, জনাব জুনায়েদুর রহমান জুনেদ,সাধারণ সম্পাদক, ছাতক সমিতি, বার্মিংহাম, জনাব শোয়েব তালুকদার, সহ সভাপতি, ছাতক সমিতি,বার্মিংহাম,কাজী আঙ্গুর মিয়া, উপদেষ্টটা ছাতক সমিতি, বার্মিংহাম, আসক আলী, বার্মিংহাম, জনাব মেশাহিদ তালুকদার বার্মিংহাম, ছাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন :প্রধান উপদেষ্টা জনাব আলতাফুর রহমান মোজাহিদ,উপদেষ্টা জনাব ফজল উদ্দিন, উপদেষ্টা জনাব নুরুল ইসলাম এমবিই,উপদেষ্টা জনাব আশিকুর রহমান আশিক,  উপদেষ্টা জনাব রফিক হায়দার, উপদেষ্টা জনাব ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জনাব আরমান আলী। সহ সভাপতি জনাব শাকুর আলী,সহ সভাপতি জনাব তাজ উদ্দিন। সহ সভাপতি জনাব শাহ আলম, কোষাধ্যক্ষ জনাব রশীদ আহমেদ, ট্রাস্টি জনাব আতাউর রহমান আনছার, ট্রাস্টি জনাব আব্দুল করিম খায়ের, মহিলা সহ সভাপতি জনাবা জাহানারা বেগম, ট্রাস্টি জনাব দিলাল আহমেদ
ট্রাস্টি জনাব শোয়েব মুন্না,এম এ শামীম প্রমূখ। ম্যাগাজিনের সম্পাদক ও উপদেষ্টা মন্ডলী ও অতিথি বৃন্দা ম্যাগাজিনের মোরক উন্মোচন করেন।
অতিথি বৃন্দের উপস্থিতি কৃতজ্ঞতার বন্ধনে আমাদের আবদ্ধ করেছে। আপনারা আমাদের এই উদযাপনকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলেছেন। আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সবসময়ই অনুপ্রাণিত করেবে।
বিদায়ী সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ, প্রধান উপদেষ্টা, ফ্রেন্ড অব ট্রাস্টি, মহিলা ট্রাস্টি ও ট্রাস্টের
কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আগত অথিতিরা খুবই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন। ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর