ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর ৫টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ( ইন্নানিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
হাসপাতাল থেকে সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিনের লাশ তার নিজ বাড়ি কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামে নিয়ে আসার পর আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার শত শত মানুষ তাকে একনজর দেখার জন্য বাড়িতে ভীড় জমান। এ সময় দলের অনেক নেতাকর্মী তার লাশ দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস রোগে ভোগছিলেন গিয়াস উদ্দিন। কয়েকবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ গত সপ্তাহে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে আসার পর আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২২ আগস্ট তাকে রাগীব রাবেয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। গতকাল বুধবার ভোর রাত ৫টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন।
জানা যায়, দীর্ঘদিন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন গিয়াস উদ্দিন। বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। পাশাপাশি রূপালী ব্যাংক পিএলসি, কানাইঘাট শাখার জুনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। গতকাল সোমবার বাদ আসর স্থানীয় শিবনগর দারুল কুরআন মাদ্রাসা মাঠে গিয়াস উদ্দিনের জানাজা’র নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ শ্রীপুর পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech