সীমান্তের সারি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে বিজিবি ও স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে পরিচালিত
 যৌথ অভিযানে ০১ জন আটক

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

<span style='color:#077D05;font-size:19px;'>সীমান্তের সারি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে বিজিবি ও স্থানীয় জনপ্রশাসনের সমন্বয়ে পরিচালিত</span> <br/>  যৌথ অভিযানে ০১ জন আটক

আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ লালাখাল বিওপির একটি বিশেষ টহল দল সেনাবাহিনী পুলিশের সমন্বয়ে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে সারি নদী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত আভিযানিক দল জৈন্তাপুর উপজেলার উপজেলার পাখিবিল, কামরাঙ্গীচর, এবং উত্তর কামরাঙ্গীচর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ১৫,০০০ ফুট বালি জব্দ করে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের সময় লালাখাল পাখিবিল নামক স্থান হতে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ ০১ জন আসামীকে আটক করে। ট্রাকসহ আটককৃত বালুর আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। আসামীসহ আটককৃত মালামাল জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযান পরিচালনাকালীন পরিবেশ অধিদপ্তরের ০২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে সারি নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন চাঁদাবাজি ও অনিয়মের তথ্য পাওয়া যায়। এ সকল চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় অনিয়মের বিরুদ্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর