বৈশ্যম্যহীনভাবে কাজ না করলে জুলাই বিপ্লব বিফলে যাবে : ডা. শামীম

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

বৈশ্যম্যহীনভাবে কাজ না করলে জুলাই বিপ্লব বিফলে যাবে : ডা. শামীম

সিলেট এম ট্যাব’র প্রধান উপদেষ্টা, ড্যাব’র কেন্দ্রীয় সহ-সভাপতি, ও পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি, অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেছেন, চিকিৎসা ব্যবস্থায় রোগ নির্ণয়ের মূল কাজই করেন মেডিক্যাল টেকনোলজিস্টরা। এজন্য একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট রাখার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কিন্তু বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের সরকারি হাসপাতালে ৮০ হাজারের বেশি টেকনোলজিস্টের চাহিদা থাকলেও গত ১৪ বছর ধরে সরকারি হাসপাতালে হচ্ছে না টেকনোলজিস্ট নিয়োগ। বক্তারা নিয়োগ বঞ্চিতদের মূল্যায়ন, দশম গ্রেড পদমর্যাদার পাশাপাশি স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু, নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতি এছাড়া সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানান।

 

শুক্রবার রাতে নগরের বারুতখানাস্থ একটি অভিযাত হোটেলে ৩ গুণি ব্যাক্তিকে দেয়া সংবর্ধন উপলক্ষে এক আলোচলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ওই সভায় সিলেট মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ডীন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সরকারী টিববিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্নাকে সংবর্ধনা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) আঞ্চলিক জেলা শাখা, সিলেট এর নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি অধ্যাপক ডা. শামীমুর রহমান মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) দাবির সমর্থন করে বলেন, আজকের সংবর্ধিত অতিথিরা নিশ্চিতভাবে মনে রাখবেন আপনার দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, পদবঞ্চিক ছিলেন। আজ আপনারা জুলাই বিপ্লবের সফলতার কারণে আপনাদের মূল্যায়ীত হয়েছেন এর জন্য আবু ছাঈদ, রুদ্র সহ পনেরশত মানুষের রক্ত হাজারো মানুষ অন্ধ হয়েছে, ছয় হাজার মানুষ বিকলঙ্গ এবং ছাব্বিস হাজারের উপর মানুষ গুলিবিদ্ধ হয়েছে এই ত্যাগের বিনিময়ে আপনারা এ সম্মান পেয়েছেন তাই আগামি দিনে আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে বৈশ্যম্যহীন ভাবে কাজ না করলে এই সমস্ত ত্যাগ বিফলে যাবে।

 

প্রধান অতিথি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সমালোচনা করে বলেন, এই সরকার মিথ্যা মামলায় জড়িয়ে জিয়া পরিবারকে শেষ করে দিতে গিয়ে নিজেই দেশান্তরী হয়েছেন, আর জিয়া পরিবারের প্রতি দেশের মানুষ মুখিয়ে আছে। নির্বাচন হবে ইনশআল্লাহ বিএনপি আবারো বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাবে।

 

মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) সিলেট আঞ্চলিক শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ সভাপতি মো. আলমগীর আলম ও সিলেট শাখার সাধারণ সম্পাদক মো. সোলায়মান খান মিল্টনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিখির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালরে ফুড নিউট্রিশন এন্ড টি টেকনোলজি বিভাগের সাবকে ডীন ও চেয়ারম্যান এবং এম ট্যাব এর উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমেদ, নর্থ ইস্ট আই এইচ টি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ-অধ্যাপক ডা রাব্বি, ড্যাব, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ডা: আহমেদ নাফি, সিলেঠ জেলা ড্যাবের সদস্য ডা: নিজাম আহমেদ চৌধুরী, এম-ট্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে মুসা লিটন, এম-ট্যাবের কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ -সভাপতি ও বিএমটিএ সভাপতি খাজা মঈন উদ্দিন মন্জু- । বিপ্লুবুজ্জামান বিপ্লব- মহাসচিব এম-ট্যাব ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।

 

শহিদুল আমীন – সহ-সভাপতি এম-ট্যাব ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।রওশন আলী রাজু- সহ-সভাপতি এম-ট্যাব ও সিনিয়র সহ-সভাপতি বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।রুহুল আমিন – যুগ্ম -মহাসচিব এম-ট্যাব ও সহ-সভাপতি বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।

 

দবির উদ্দিন খান তুষার – সিনিয়র যুগ্ম -মহাসচিব এম-ট্যাব কেন্দ্রীয় কমিটি। হাফিজুর রহমান – সাংগঠনিক সম্পাদক এম-ট্যাব ও বিএমটিএ সিনিয়র যুগ্ম-মহাসচিব কেন্দ্রীয় কমিটি। আইনুল হক – যুগ্ম-মহাসচিব এম-ট্যাব ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।

 

মামুনুর রশীদ – যুগ্ম-মহা-সচিব এম-ট্যাব ও সাংগঠনিক সম্পাদক বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।.আব্দুর রব -যুগ্ম-মহাসচিব এম-ট্যাব ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটি। মোঃ মেহেদী হাসান কেন্দ্রীয় সদস্য এম ট্যাব এমাদুল হক ইমদাদ -অর্থ সম্পাদক এম-ট্যাব ও বিএমটিএ কেন্দ্রীয় কমিটি।আফসর খান, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর।লিটন আহমেদ, যুবদল নেতা আজিজ খান সজীব, যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর। মাহাবুবুল আলম সজল, কেন্দ্রীয় সদস্য এম ট্যাব।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ ইউসুফ সহ-সভাপতিমোঃ আয়নাল হক, সহ-সভাপতিমোঃ আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক এম ট্যাব, সিলেট।রানা আহমদ অর্থ সম্পাদক, মোহাম্মদ তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মাজেদুর রহমান সহ-সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন সহস্সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ফিরোজ আহমেদ, মোস্তফা কামাল,রফিক, ফারুক আহমেদ, আজিজুর রহমান আজিজ, মোখলেসুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর