পাতাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

পাতাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা

তাহিরপুর প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে সুনামগঞ্জের তাহিরপুরে পাতাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ নভেম্বর) সকালে তাহিরপুর আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অষ্টম শ্রেনীর শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ গ্রহণ করা হয়।
পাতাড়ী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলী মর্তুজা তত্ত্বাবধানে পরিক্ষা হল পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মূরশেদা বেগম ,সিনিয়র সদস্য আলী আক্তার ,অর্থ সম্পাদক হিফজুর রহমান ,প্রচার সম্পাদক ডাঃ ফয়েজ আহমদ নুরী, সদস্য দোলেনা বেগম ,একরাম হুদা ,কয়েস আহমদ ,হোসাইন আহমদ, সোহাগ মিয়া প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়নের তিনটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বালিজুরি সিনিয়র মাদ্রাসা সহকারী অধ্যাপক, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।

সর্বশেষ ২৪ খবর