ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
সোয়েব রানা, জৈন্তাপুর
সিলেটের জৈন্তাপুরে আজ থেকে চালু হয়েছে ‘মুক্ত বাজার।’ প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পণ্যের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। তবে, স্থানীয়রা নিজ নিজ ক্ষেতের সবজি ও খামারের মাছ নিয়ে বাজারে উঠলে একটা সময় এই বাজারটিও পূর্ণাঙ্গ বাজারে রূপ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
সরজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৫শে নভেম্বর) সকাল ৯টা হতে জৈন্তেশ্বরী বাড়ি মাঠে উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাদের নিজ ক্ষেতে উৎপাদিত শীতকালীন সবজি নিয়ে মুক্ত বাজারে বিক্রির উদ্দেশ্যে আসেন। এরপর বেলা বাড়ার বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগমও কিছুটা বাড়তে থাকে। তবে, আজ প্রথম দিন হওয়াতে কেনা-বেচার চেয়ে উৎসব মুখর পরিবেশটাই বেশি লক্ষ্য করা গেছে।
সকাল ১০টায় বাজার পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তাঁর উপস্থিতিতে এলাকায় আরো আমেজের সৃষ্টি হয়।
এসময় তিনি বলেন, প্রথম দিনে মুক্ত বাজার পরিদর্শনের পাশাপাশি নিজের পরিবারের জন্য শাক সবজি ক্রয় করেছি। ধীরে ধীরে প্রচারণা বাড়লে মুক্ত বাজার সম্পর্কে উপজেলার মানুষের নিকট এর সুফল পৌঁছে যাবে। তিনি শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় পন্যের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের তাদের উৎপাদিত হস্তশিল্পের পণ্য বিক্রয়ের জন্য নিয়ে আসার আহবান জানান।
এই বাজারটি সাপ্তাহিক হাঁট হিসেবে না কি নিত্যদিনের বাজার হিসেবে ব্যবহার হবে এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এটি আপাতত সপ্তাহের প্রতি মঙ্গলবার বসবে। পর্যায়ক্রমে দিন আরো বাড়ানো হবে। তবে, আমি চেষ্টা করবো সপ্তাহের সাতদিনই বাজারটি চালু করার। তার আগে কৃষক ও মৎস্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। সকলের চেষ্টা একটা সময় এটি পূর্ণাঙ্গ বাজার হিসেবে রূপ নিবে।
এদিকে, প্রথম দিনে ক্রেতা সমাগম কম হলেও পণ্যের দামে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে মুক্ত বাজারে প্রথম ক্রেতা হিসেবে শীতকালীন সবজি ক্রয় করতে আসেন জৈন্তাপুর সদর এলাকার বাসিন্দা বদর উদ্দিন। তিনিও পণ্যের দাম শুনে স্বস্তি প্রকাশ করেন।
জৈন্তাপুর উপজেলার মৎস্য ব্যবসায়ী রুক্ষিণী বিশ্বাস মুক্ত বাজারের প্রথম দিনে তিনি নদীর তাজা মাছ নিয়ে আসেন বিক্রি করতে। তিনি বলেন, মুক্ত বাজারে প্রতি মঙ্গলবার উপজেলার সকল মৎস্য ব্যবসায়ীদের সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত পণ্য নিয়ে আসার কথা বলা হয়েছে। তিনি বলেন প্রথম দিন যে পরিমান দেশীয় মাছ এনেছিলেন তা ১ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়। আগামীতে তিনি আরো বেশি পরিমানে মাছ নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech