ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
জগন্নাথপুর প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)’র উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে রাণীগঞ্জ মডেল কিন্ডারগার্টেনে সুন্দর ও সাবলীল পরিবেশ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা।
রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোক্তার মিয়া, মো. ছহিল উদ্দিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ শাহনাজ পারভীন, ফয়জুল ইসলাম, তাছলিমা আক্তার, শরিফা বেগম, মশাহিদ উদ্দীন, ফয়ছল আহমদ, আরব আলি, মো. মকবুল হোসেন, সুফিয়া বেগম, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, মশাহিদ মিয়া, ইসলাম উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন- কলকলি ইউনিয়নের এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির অধ্যক্ষ মো. জামাল মিয়া, হিরা মিয়া, নুরুজ্জামান, কাপ্তান মিয়া, এখলাছুর রহমান, আখলই রজত দাশ, বাদল দাশ,আব্দুল হামিদ।
রাণীগঞ্জ কলেজের প্রভাষকবৃন্দ ও রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দের মাধ্যমে পরিক্ষার হল পরিদর্শকের দ্বায়িত্ব পালন করেন।
কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন প্রতিষ্টাতা পরিচালক মিছলুর রহমান ও সাইদুর রহমান। পরীক্ষার আহবায়কের দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাচা মিয়া। প্রবাস থেকে সহযোগিতা করেন প্রতিষ্টাতা লুৎফুর রহমান ও স্বপন মিয়া।
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ ও সহকারি শিক্ষকবৃন্দ।
সার্বিকভাবে সহযোগিতা করেন রাণীগঞ্জ কলেজের সাবেক শিক্ষার্থী কাওছার আহমদ, আরিফুল, মোতাচ্ছির আহমদ প্রমুখ।জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা পরীক্ষার সকল কক্ষ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং এইভাবে প্রত্যেকবছর ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে মেধাবৃত্তি আয়োজনের পরামর্শ দেন।উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech