ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজার সদর উপজেলার গোমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও প্রাইভেট কারসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে একটি প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম গাড়ীতে থাকা ৭ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের সহযোগী প্রাইভেটকার চালক পালিয়ে যায়। পুলিশ তাদের কাছ থেকে তিনটি রাম দা ও চারটি লোহার পাইপ ও সহ প্রাইভেটকার জব্দ করে।
আটককৃতরা হলো, ইমন মিয়া (১৯), শুভ আহমেদ (২০), সাইফুল হক ১৯), রাইয়ান আহমেদ (১৯), মাসুম আহমেদ (১৯), হুজাইফা (১৯), রুমন মিয়া (২০)। তারা সবাই মৌলভীবাজারের বাসিন্দা। এ-ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech