ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। রবিবার (১লা ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নবাগত ইউএনও ফেঞ্চুগঞ্জের শিক্ষার মানোন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, অনিয়ম, সংকট ইত্যাদির ক্ষেত্রে ফেঞ্চুগঞ্জের মিডিয়াকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল,এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, প্রেসক্লাবেএ যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, সদস্য আব্দুর রহমান বাবুল,মোস্তাফিজুর রহমান কিনেল,জাহিদুর রহমান রিপন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর