ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সিলেটের অন্যতম নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
সোমবার (০২ ডিসেম্বর) প্রতিষ্ঠানের অধ্যক্ষ জমির উদ্দিনের সভাপতিত্বে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক জহুরা বেগম, শিক্ষক প্রতিনিধি সিনিয়র প্রভাষক তামান্না রহমান, সিনিয়র প্রভাষক মহররম আলী, প্রভাষক মো. রেজাউল হক, সিনিয়র শিক্ষক আবুল কালাম, সহকারি শিক্ষক করিম শেখ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে ও পরে সব আন্দোলন শিক্ষার্থীরাই সফল করেছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো বলেন, বিগত সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদরা বহুবছর চেষ্টা করেও যা করতে পারেনি, জনগণকে সম্পৃক্ত করে তা সফল করেছে দেশের ছাত্র সমাজ। বিগত সরকারের ভুলত্রুটি থেকে শিক্ষা নেওয়া উচিত হবে আগামী নির্বাচিত সরকারের। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক শর্মিলা দাস। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech