বিছনাকান্দী ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

বিছনাকান্দী ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাহিদুর রহমান দুর্জয়’র সভাপতিত্বে ও বোরহান উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু সরকার।
তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে যারা রাজ পথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন মিছিলে অংশ নিতে মামলা হামলার শিকার হয়েছে, তাদেরই বর্তমান বিভিন্ন ইউনিটের কমিটিতে স্থান দেওয়া হবে। যারা উড়ে এসে দখল করতে চায়, তারা পূর্বেও ছিল না, এখনও থাকবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর নুর সরকার, আব্দুল খালিক, ইসলাম উদ্দিন, ওয়াব আলী, রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, শফিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈইন উদ্দিন, সদস্য রেজওয়ান আহমদ রাজু, ইউনিয়ন যুবদলের সামিম আহমদ, রাসেল আহমদ, জসিম উদ্দিন, দুলাল আহমদ, সাইফুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর