ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও কলেজের প্রধান শিক্ষক সুলেমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা কলেজের সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে কাজ করার মতামত দেন।
এতে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ সভাপতি মাবুব চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, রুস্তমপুর কলেজের সাবেক প্রধান শিক্ষক শেরগুল আহমদ, ইউনিয়ন যুবদলের সদস্য আলিম উদ্দিন দুর্জয়, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদির সুমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech