ঢাকা ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিরিয়ায় ৬১ বছরের বাথ পার্টি শাসনের অবসান ঘটেছে। ১৯৬৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা আরব সোশ্যালিস্ট বাথ পার্টির শাসন শেষ হলো রাজধানী দামেস্কে বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ১৯৭০ সালে বাথ পার্টির অভ্যন্তরীণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেন হাফেজ আল-আসাদ। ১৯৭১ সালে তিনি প্রেসিডেন্ট হন। তার মৃত্যুর পর ২০০০ সালে প্রেসিডেন্ট হন তার ছেলে বাশার আল-আসাদ।
শনিবার রাত থেকে দামেস্কের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিক্ষোভকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রবেশ করেন। এর ফলে রাজধানীর ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ হারিয়ে যায়।
বিরোধী দল এক টেলিভিশন বিবৃতিতে জানায়, তারা দামেস্ক মুক্ত করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। তারা ঘোষণা দেয়, স্বৈরশাসক বাশার আল-আসাদকে উৎখাত করা হয়েছে।
দামেস্কের সেডনায়া কারাগার, যা শাসকগোষ্ঠীর নৃশংস নির্যাতনের জন্য কুখ্যাত, সেখানে বিক্ষোভকারীরা অভিযান চালিয়ে সব বন্দিকে মুক্ত করে। বিরোধী বাহিনী ইতোমধ্যে আলেপ্পোর কেন্দ্রীয় অংশের বেশিরভাগ এলাকা এবং ইদলিব প্রদেশের পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। গত বৃহস্পতিবারের তীব্র সংঘর্ষের পর হামা শহরের কেন্দ্রীয় এলাকা নিয়ন্ত্রণে নেয় তারা।
দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের নিয়ন্ত্রণও শুক্রবার বিরোধী গোষ্ঠীগুলোর হাতে আসে। সেদিনই তারা সুয়াইদা প্রদেশ দখল করে এবং স্থানীয় বাহিনী কুনেইত্রা প্রদেশের রাজধানীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
বর্তমানে বাশার আল-আসাদ কোথায় আছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। গুঞ্জন রয়েছে, তিনি বিমানে করে হোমস শহরের দিকে পালিয়ে গেছেন। তবে তার সঠিক অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।
এদিকে সিরিয়ার প্রধান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি ঘোষণা দিয়েছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি অন্তর্বর্তী সময় পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার (৮ ডিসেম্বর) এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসন অবসানের ঘোষণা দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিদ্রোহীরা জানিয়েছে, তারা রাজধানী দামেস্ককে দ্রুতগতির এক অভিযানে ‘মুক্ত’ করেছে। জানা গেছে, বাশার আল-আসাদ শহর ছেড়ে পালিয়ে গেছেন, তবে তার বর্তমান অবস্থান অনিশ্চিত।
এক বিবৃতিতে আল-জুলানি জানান, গত সেপ্টেম্বরে আসাদের মাধ্যমে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়া আল-জালালি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন।
বিবৃতিতে আরও বলা হয়, দামেস্কে সামরিক বাহিনীকে সরকারি ভবনের কাছে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আকাশে গুলি চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
সাবেক প্রধানমন্ত্রী আল-জালালি এক ভিডিও বার্তায় বলেন, তার সরকার যেকোনও জনমতভিত্তিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। তিনি বলেন, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না এবং যাওয়ার ইচ্ছেও নেই। শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান ও ধারাবাহিকতা নিশ্চিত করতে চাই। পাশাপাশি, দেশের সব নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা বিরোধীদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত, যারা আমাদের সবার এই সিরিয়ার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে।
আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-জালালি জানান, বর্তমান অন্তর্বর্তী পরিস্থিতি সামলানোর বিষয়ে এইচটিএস প্রধানের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। তিনি আরও বলেন, সিরিয়ায় অবাধ নির্বাচন হওয়া উচিত। আল-জালালি বলেন, আমি জানি না আসাদ ও তার প্রতিরক্ষামন্ত্রী কোথায় আছেন। শনিবার রাত থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
এদিকে, সিরিয়ার যোগাযোগমন্ত্রী আইয়াদ আল-খতিব আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, টেলিকম পরিষেবাগুলো চালু রাখার বিষয়ে এইচটিএসের একজন প্রতিনিধির সঙ্গে তার আলোচনা হয়েছে। আলোচনার পর উভয়পক্ষই টেলিকম ও ইন্টারনেট পরিষেবা সচল রাখার বিষয়ে একমত হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech