কুমিল্লা থকে বড়লেখার পিতা হন্তারক নোমান গ্রেফতার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

কুমিল্লা থকে বড়লেখার পিতা হন্তারক নোমান গ্রেফতার

বিজয়ের কণ্ঠ ডেস্ক
মৌলভীবাজার জেলার বড়লেখায় কুড়াল দিয়ে আঘাত করে পিতাকে হত্যাকারী নোমান হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। সে চাঞ্চল্যকর ওই হত্যা মামলার প্রধান অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর, সিলেট হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামি নোমান হোসেন (২৭) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পূর্ব হাতলিয়া (কলাজুড়া) এলাকার মৃত মামুন মিয়ার ছেলে।
জানা যায়, গত ২৪ নভেম্বর রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ ২৪ খবর