মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শহীদ জিয়ার নাম : শাহজাহান সেলিম

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শহীদ জিয়ার নাম : শাহজাহান সেলিম

জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। সেই মুহূর্তে রাজনৈতিক নেতৃত্বের সঠিক দিকনির্দেশনার অভাবে জাতি যখন দিশাহীন তখন আলোকবর্তিকা হয়ে জ্বলে উঠেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকনেনি, রণাঙ্গণে নেতৃত্ব দিয়ে দিকভ্রান্ত জাতির মনে সাহসের সঞ্চার করেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই মানুষের বাক স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। ২০২৪ সালে এদেশের মানুষ আবারো আত্মত্যাগের মাধ্যমে পুনরায় বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে তারেক রহমান বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্ঠা রুখে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন এর সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নেতা রিপন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চ এর যুগ্ম আহবায়ক মোঃ আমির আলী, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি হাজী জালাল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, কানাইঘাট উপজেলা জিয়া মঞ্চের সভাপতি শাহীন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামস উদ্দিন, পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বশির আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য মো. সুহেল আমিন, ইকবাল আহমদ, জাবের আহমদ, শাহার আলম মনি, সুহেল রানা, ইমরান আহমদ, মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর