ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থী মোশারাফ আহমদ চৌধুরী নুসরাব হত্যা মামলায় প্রায় ১ বছর পর দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। গ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) সিলেটে অভিযান চালিয়ে এই দুইজনকে পিবিআই গ্রেফতার করে। দুই আসামি হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের আব্দুল আজিজের ছেলে রুয়েল আহমদ (৩৫) ও আব্দুল মজিদের ছেলে আসিফ আহমদ (২১)।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে আসামিদ্বয়কে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার (পিবিআই) আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বছরের ৬ ফেব্রুয়ারি গোলাম মোস্তফা চৌধুরী একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র মোশারফ আহমদ চৌধুরী নুসরাব বিকেলে বাড়ি থেকে পাশ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলে যাবার কথা বলে বেরিয়ে যায়। তারপর থেকে নিখোঁজ ছিলো। পাঁচ দিন পর ১১ ফেব্রুয়ারি মোশারাফ আহমদ চৌধুরী নুসরাবের লাশ উদ্ধার করা হয় স্থানীয় বালাই হাওরের কুছিরখাল থেকে। ওই দিন জামিল আহমদ চৌধুরী বাদী হয়ে ছেলেকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার কিছুদিন পর পুলিশ সন্দেহভাজন হিসেবে মোশারাফ আহমদ চৌধুরী নুসরাবের আত্মীয় ও প্রতিবেশী রাশেদ আহমেদ চৌধুরী এবং ফরহাদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করে।
এদিকে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত প্রাঙ্গণে বৈষম বিরোধী শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসী নুসরাব হত্যার খুনি রুয়েল ও আসিফের ফাঁসি দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech