ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসনের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, ভারত শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং তাকে পুনর্বাসনের জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
মামুনুল হক সাম্প্রতিক সময়ে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা জানান। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান অন্তর্র্বতীকালীন সরকারের কাছে।
ফ্যাসিবাদবিরোধী সকল দলমতের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, এখন সবচেয়ে জরুরি হলো সচেতনতা বৃদ্ধি করা। সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech