কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ডা. নূর আলম নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থেকে কোম্পানীগঞ্জ টুকের বাজার যাওয়ার পথে উপজেলার সিন্দ্রগাঁও এলাকায় মেইন রোডে দাঁড়িয়ে থাকা নষ্ট একটি ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে গুরতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নূর আলমের বাড়ি উপজেলার টুকেরগাও গ্রামে। তিনি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাঠপর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন।
তার মৃত্যতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান সেচ্ছাসেবকদল নেতা মো. নিজাম উদ্দিন গভীর শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর