১৭ বছর পর বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মিলন মেলা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

১৭ বছর পর বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ
যুক্তরাষ্ট্র মিশিগান জাসাস এর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান শোভনের উদ্যোগে তার নিজ বাড়িতে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে সিলেট জেলা ও গোলাপগঞ্জ উপজেলায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের রায়গড়স্থ বাড়িতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মিলন মেলায় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। সেইসাথে অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিলিয়ে প্রায় ১ হাজার জন উপস্থিত ছিলেন।
মিলন মেলায় আগত নেতারা বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। স্বৈরাচার হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি’র নেতাকর্মীরা দেশের মানুষের পাশে আছে আগামীতেও থাকবে। এ সময় সকল অপশক্তি রুখে দিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির নেতা নাজমুল হাসান শোভন বলেন, বিগত দিনে যারা জাতীয়বাদী দলের সাথে ছিলেন, যারা সহযোগিতা ও সমর্থন করেছেন তাদের জন্য এক মিলন মেলার আয়োজন করেছি। আমার দল বিএনপিকে বিগত দিনে যারা ভালবেসে অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এপর্যন্ত আছে, তাদের স্থান আমার বুকে। এখানে আমি চেষ্টা করেছি যারা বিগত দিনে এই (বিএনপি) দলটাকে মনে প্রাণে ভালোবেসেছে তাদের নিয়ে এই মিলন মেলা সম্পন্ন করতে। আমার মনে হয় আমি সফল।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সহ সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট এর পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সিলেট জেলা বিএনপি উপদেষ্টা মহি স্ন্নুা চৌধুরী নার্জিস, নিউইয়র্ক মহানগর বিএনপির উত্তরে সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, স্পেন বিএনপি সহ সভাপতি জুয়েল আহমদ সুবেল, উপজেলা বিএনপি প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জায়েদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক তোফায়েল আহমদ সুমেল, যুগ্ম আহবায়ক সুয়েদ আহমদ, সুলতান আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর