ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
হাজার হাজার এতিমের অভিভাবক, উস্তাদুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহে বড় ছাহেব ফুলতলীর সহধর্মিণী দেওয়ান ছরওত হাবিবুন নেছা(৭০) ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার বেলা ১ টার দিকে সিলেটের ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মঙ্গলবার রাত ১০ টায় ফুলতলী ছাহেব বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মহীয়সী এই নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর ইন্তেকালের খবর শুনে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। ফুলতলীর এতিমখানার বাচ্চাদের তিনি অকৃত্রিম স্নেহ করতেন। এতিমখানার বাচ্চারা তাঁকে মা হিসাবে জানতো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech