ঢাকা ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।
সভায় সভাপতির বক্তব্যে ঊর্মি রায় বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। তিনি এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন থাকার আহবান জানান।
সভায় উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমদ, মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন প্রমুখ।
তবে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দক্ষিণ সুরমা কিংবা মোগলাবাজার থানার কোন কর্মকর্তা বা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech