ঢাকা ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদন ::
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি ও ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার জাফলং, পশ্চিম কালিনগর ও সালুটিকর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার আঙ্গারজুর গ্রামের আব্দুল মালিকের ছেলে রাসেল মিয়া (৩০), পশ্চিম কালিনগর গ্রামের মহিববুল হকের ছেলে আব্দুল করিম ও নরসিংদী সদর উপজেলার বুয়াকুড় গ্রামের নুরি মিয়া উরফে এস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
তাদের মধ্যে আব্দুল করিম এক বছরের ও রাসেল মিয়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। অপর আসামি রফিকুল ইসলামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ সাজাপ্রাপ্ত দুই আসামি ও ইয়াবাসহ এক ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র লক্ষ্য হলো গোয়াইনঘাটসহ পুরো সিলেটকে মাদকমুক্ত করা। তার দিক নির্দেশনা নিয়ে গোয়াইনঘাটকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech