বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জাফলংয়ে ১৬ দিন

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জাফলংয়ে ১৬ দিন

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটে গোয়াইঘাটের পূর্ব জাফলং এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজের জন্য সোমবার (২৬ আগস্ট) থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে উপজেলার পূর্ব জাফলংবাসী সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা যায়।

পল্লী বিদ্যুৎ জানায়, উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের লাখের পাড়, সানকিভাঙ্গা, ছৈলাখেল (অষ্টম ও নবম খণ্ড), আসামপাড়া ও আসামপাড়া হাওরসহ আশপাশের গ্রামসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ করা হবে।

এর প্রেক্ষিতে আজ ২৬ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন কর্মকর্তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর