অস্ত্র পাচারে জড়িত চোরাকারবারি আটক

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

অস্ত্র পাচারে জড়িত চোরাকারবারি আটক

বিজয়ের কন্ঠ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে অস্ত্র পাচারে জড়িত অন্যতম চোরাকারবারি আরব আলীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদুজ্জামান এ কথা জানান।

তিনি বলেন, গত দুবছর ধরে অস্ত্র চোরাচালানের সাথে জড়িত আরব আলী। এই দুবছরে সে ভারত থেকে অস্ত্রের তিনটি চালানে ১০টি আগ্নেয়াস্ত্র দেশে এনেছে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশ সুপার আরও জানান, এসব অস্ত্র সে দালালদের কাছে সরবরাহ করেছে। আরব আলী সুনামগঞ্জের স্বেচ্ছাসেবক দলের দুই নেতার কাছে অস্ত্র সরবরাহ করেছেন।

সরবরাহকৃত অস্ত্রগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিক সন্ত্রাসে ব্যবহার করার আশঙ্কা করছে পুলিশ।

মো. ফরিদুজ্জামান বলেন, এ চক্রের বাকী সদস্যদের ধরতে অভিযান চলছে। বিজিবির সাথে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকার চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর