ঢাকা ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর পক্ষ থেকে শনিবার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়। গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কালাইউরা নূরানী মাদ্রাসায় পাঁচটি, হাইডর জামে মসজিদ ও হাইডর উত্তরপাড়া জামে মসজিদ একটি করে ফ্যান প্রদান করা হয়। নগরীর হোটেল হিলটাউনে রাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান ইঞ্জিনিয়ার রুহুল আলম। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সচিব সিনিয়র রোটারীয়ান মোহাম্মদ মুহিবুর রহমান। পরিচালনা করেন ক্লাব সেক্রেটারী রোটারীয়ান আমেদ রশিদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্টের উদ্যোক্তা পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইপিপি রোটারীয়ান এম এ রহিম। এ সময় উপস্থিত ছিলেন রোটারীয়ান পিপি আব্দুল খালিক, রোটারীয়ান পিপি আফছর উদ্দিন, রোটারীয়ান পিপি এমদাদ হোসেন, রোটারীয়ান পিপি আব্দুল আলী, রোটারীয়ান পিপি হুমায়ন ইসলাম কামাল, রোটারীয়ান পিপি মোঃ তৈয়বুর রহমান, রোটারীয়ান পিপি মোঃ নজরুল ইসলাম, রোটারীয়ান পিপি জিয়াউল হক, রোটারীয়ান পিপি মোঃ আব্দুল মুকিত, রোটারীয়ান পিপি সাব্বির আহমদ, রোটারীয়ান বিকাশ কান্তি দাস, রোটারীয়ান শেখ ফরিদ আহমদ, রোটারীয়ান মনসুর আহমদ, রোটারীয়ান আলহাজ্ব ছিদ্দেক আলী তালুকদার, রোটারীয়ান আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন, রোটারীয়ান জুবায়ের আহমদ, রোটারীয়ান মোঃ এমদাদ হোসেন ও রোটারীয়ান হোসেন আহমদ প্রমুখ। এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালাইউড়া মাদ্রাসার মোহতামিম হাফিজ ইদ্রিস আলী, মাদ্রাসার সহ-সেক্রেটারী মোঃ মানিক মিয়া, মৌলানা আরজাদ আলী, মাসুক আহমদ এবং খছরুল ইসলাম। ক্লাবের পক্ষে ফ্যান গুলো স্পন্সর করেন সর্ব রোটারীয়ান এম এ রহিম, আহমেদ রশিদ চৌধুরী, জুবায়ের আহমদ, এমদাদ হোসেন এবং হোসেন আহমদ। এর আগে ক্লাবের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech