জৈন্তাপুরে ৬ ইউনিয়ন মহিলা আ.লীগের সম্মেলন তারিখ ঘোষণা

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

জৈন্তাপুরে ৬ ইউনিয়ন মহিলা আ.লীগের সম্মেলন তারিখ ঘোষণা

জৈন্তাপুর প্রতিনিধি : আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগরের সম্মেলন সম্পন্ন করতে হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোরও সম্মেলনের পর কেন্দ্রীয় সম্মেলন করা হয়। তাঁর ধারাবাহিকতায় রবিবার জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মি সভা অনুষ্ঠিত হয়।

.
সভায় জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান জয়মতি রানি’র সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

.
সভায় জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহেনা বেগম উপজেলাঅধীনস্থ ৬টি ইউনিয়ন কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করেন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ৫নং ফতেপুর ইউনিয়ন, ১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় ৬নং চিকনাগুল ইউনিয়ন, ২ নভেম্বর শনিবার সকাল ১১টায় দরবস্ত ইউনিয়ন, ৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ৩নং চারিকাটা ইউনিয়ন, ৬ নভেম্বর বুধবার সকাল ১১টায় ২নং জৈন্তাপুর ইউনিয়ন, ৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় ১নং নিজপাট ইউনিয়ন সম্মেলনে অনুষ্ঠিত হবে। সম্মেলনগুলো প্রত্যেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ,সাধারণ সম্পাদক শওকত আলী,নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল,আওয়ামীলীগ নেতা মকবুল আলী মঙ্গল, উপজেলা সহ-সভাপতি মোছাঃ রুকেয়া বেগম,মহিলা নেত্রী তাসলিমা বেগম রিনা, শারমিন আক্তার,সুনারা বেগম,আলেয়া বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শুভাশিনি,সাথী রানী, রিনা, বদরুন, তসলিমা, রেহেনা, স্বপ্না, প্রাণতী, ফাতেমা প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর