ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৪
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেট গোয়াইনঘাট পশ্চিম জাফলং ইউনিয়ন চোরাচালান এখন প্রকাশ্য ভাবে চললেও রক্ষকরাই ভক্ষক হয়ে আছেন। দিবারাত্রি ভারতীয় নিষিদ্ধ সামগ্রী সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে উপজেলা সদর বাজার-সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাক, ট্রাকটর,সিএনজি মোট সাইকেল যোগে যাচ্ছে ভারতীয় নিষিদ্ধ পণ্য ।
দিবা রাত্রী বেপরোয়া ভারতীয়পণ্যবাহী নিষিদ্ধ যান চলাচলে যাত্রীবাহী যানবাহন,পথচারী,শিক্ষার্থী যাতায়াতে ক্ষেত্রে শঙ্ক দেখা দিয়েছে, তার মধ্যে রাস্তার বেহাল অবস্থা হয়েছে ।
এলাকার জনগন ভারতীয় পণ্যবাহী গাড়ি বন্ধ করতে মানববন্ধন করলেও টনক নড়েনি দেশের রক্ষকদের। ইউএনও ও আইনশৃংখলা সভায় আলােচনা হয়,সিদ্ধান্ত হয় কড়া নজরদারী রাখতে বলা হয় কিন্তু বাস্তবায়ন হচ্ছেনা।
উপজেলা চেয়ারম্যান বলেন আমি জেলা, উপজেলার সকল সভায় বিষয়ি উত্থাপন করে আসছি কোন কাজ হচ্ছে না। সংশিষ্টদের দায়িত্ব পালনের বিষয়টি সাধারণের কাছ প্রশ্নবিদ্ধ হচ্ছে ।
ভারতীয় নিষিদ্ধ চোরাচালানের লাইন ম্যান কয়েক বছরের ব্যবধানে কোটি টাকার মালিক বনে আঙ্গুল ফুলে কলা গাছ। তার ইশরায় উপজেলার সকল অবৈধ কাজ হয় বলে এলাকার নাম না প্রকাশ করার শর্তে অনেকে জানিয়েছেন।
গোয়াইনঘাট পশ্চিম জাফলং ইউনিয়নের হাতির খাল গ্রামের মো: মুসাহিদ মিয়ার ছেলে কালা ( সাম কালাড )
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech