ঢাকা ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ০৩ নং বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামের এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আমির হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শাল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৮ জানুয়ারি) বেলা অনুমান ২টার দিকে তার বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ সাইদুল মিয়া (৪৮) গং। এসময় তারা বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। ঘরে থাকা ফ্রিজ, টিভি, শোকেছসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্রও ভাঙচুর করে। এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে হামলাকারীরা।
এছাড়া, ঘরের আলমারিতে রক্ষিত নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ও ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ৪ ভরি স্বর্ণালংঙ্কারও লুট করেছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
এ ঘটনায় ১৪ জনকে এজাহার নামীয় আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী আমির হোসেন।
আসামিরা হলেন- শাল্লা থানার ভাটগাঁও গ্রামের মৃত আজিম উল্লার ছেলে সাইদুল মিয়া(৪৮), সাদ্দেক মিয়া(৫২), সাদ্দেক মিয়ার ছেলে মারুফ মিয়া(২৮), সারুফ মিয়া(২৬), সামরুপ মিয়া(২৪), রহমত আলীর ছেলে দুলাল মিয়া(৫৫), আলীম উদ্দিন(৫২), দুলাল মিয়ার ছেলে মুছা মিয়া(৩০), পাশা মিয়া(২২), মৃত ওহাব আলীর ছেলে আবাল মিয়া(৫৮), আবাল মিয়ার ছেলে হাবিল মিয়া(৩০), জাকির মিয়া(২৭), জয়নাল মিয়ার ছেলে আলা উদ্দিন(৩২), ইব্রাহিম মিয়ার ছেলে শফিকুল মিয়া(৩০), মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মালফু মিয়া(৩২)।
এবিষয়ে শাল্লা থানার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয়েছে। বিষয়িটি আইনী প্রক্রিয়ায় রয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech