ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে ও সৌদি আরব প্রবাসী। তিনি সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন। সংঘর্ষে দুপক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্রসহ দফায় দফায় সংঘর্ষে জড়ান।
এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আব্দুল গফুর মারাত্মকভাবে আহত হওয়ার পর তাকে সিলেট মহানগরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech